ফেনীতে ছাত্র আন্দোলনে হামলা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:২২ পিএম, ১৯ জুন ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুপন শর্মাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাতে ফেনী শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনীর মহিপাল এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় রুপন শর্মা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।