কুষ্টিয়ায় ভ্যানচালক সেজে হত্যা মামলার আসামিকে ধরলো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২২ জুন ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুরে ভ্যানচালক ছদ্মবেশে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি এক কিশোরকে (১৪) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল বিকেলে উপজেলার গোবরগাড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আসামি ও তার সহযোগীরা চাচি মাহাফুজা খাতুনকে (৪৬) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এরপর গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ২৮ এপ্রিল নিহতের ছেলে বাপ্পি হোসেন দৌলতপুর থানায় আলিমকে প্রধান আসামি এবং আরও সাতজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাধন কুমার মণ্ডল জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে ভ্যানচালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, পুলিশ ভ্যানচালক সেজে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আল-মামুন সাগর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।