সিরাজগঞ্জে সাতসকালে সড়কে প্রাণ গেলো বাবা-ছেলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৪১ এএম, ০৮ জুলাই ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের চড়িয়া শিখা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার আব্দুল মান্নান সিকদার ও তার ছেলে জুয়েল সিকদার।

স্থানীয়রা জানায়, অটোভ্যান দুজন যাত্রী নিয়ে সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি বেপরোয়া ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা বাবা-ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় অটোভ্যানের চালকও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে।

এম এ মালেক/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।