হিলিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১২ জুলাই ২০২৫

দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে বাড়িতে আটকে রেখে বাবলু (৩২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় আরও একজনকে আহত অবস্থায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার মালেপাড়া এলাকায় রাব্বীর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা বাড়ি ভাংচুর করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত বাবলু (৩২) উপজেলার চুড়িপট্টি এলাকার আব্দুল খালেকের ছেলে।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- লিনা পারভীন (৪২) ও জিয়া (২০)। তারা উপজেলা মালেপাড়া এলাকার বাসিন্দা।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাব্বির বাড়ী থেকে কয়েক দিন আগে স্বর্ণের অলংকার চুরি হয়। চোর সন্দেহে বাবলুসহ দুইজনকে গতকাল থেকে বাড়িতে আটকে রেখে মারধর করে রাব্বির বাড়ির লোকজন। বিকেলে ওই বাড়িতেই বাবলুর মৃত্যু হয়।

হাকিমপুর থানার উপ-পরিদর্শক অশ্বণী বর্মন জানান, সন্ধ্যার দিকে রাব্বির বাড়ি থেকে বাবলুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, এঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. মাহাবুর রহমান/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।