বান্দরবান

‘জয় বাংলা’ স্লোগানে জিয়া স্মৃতি সংসদের অফিস ভাঙচুর, মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১৭ জুলাই ২০২৫

বান্দরবানে মধ্যরাতে জিয়া স্মৃতি সংসদের অফিস ভাঙচুরের ঘটনায় বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বান্দরবান জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কালাম বাদী হয়ে এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন- এ কে এম জাহাঙ্গীর, মোজাম্মেল হক বাহাদুর, শামসুল ইসলাম, নাজমুল হাসান ভুঁইয়া, রাশেদ চৌধুরী, আনিসুর রহমান সুজন, শিবু চৌধুরী, জামাল চৌধুরী, বিমল কান্তি দাশ, রুবেল চৌধুরী, রাজু বড়ুয়া, মনির চৌধুরী, খলিলুর রহমান, রানা চৌধুরী, মহিউদ্দিন, নাছির চৌধুরী, নুর মোহাম্মদ কালু ও সোহেল ভান্ডারী।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই দিনগত রাত ২টা থেকে ৩টার মধ্যে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জিয়া স্মৃতি সংসদ অফিস হামলা চালায়। এসময় অফিসের আসবাবপত্র, টেলিভিশন, জানালার কাচসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। এছাড়া নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

নয়ন চক্রবর্তী/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।