কমিউনিটি ক্লিনিককে আরও আধুনিকায়ন করছে সরকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৮ জুলাই ২০২৫

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও আধুনিকায়ন করছে সরকার। উদ্যোগ নেওয়া হয়েছে সুযোগ-সুবিধা বৃদ্ধির। ক্লিনিকগুলোতে চিকিৎসা সরঞ্জাম এবং জনবল বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে কক্সবাজারে এক সেমিনারে এসব কথা জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের প্রধান মোহাম্মদ আক্তারুজ্জামান।

এসময় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সারাদেশের কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও আধুনিকায়নে বাজেট বাড়ানো হবে বলে আশ্বাস দেন তিনি।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, তৃনমূল পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সেমিনারে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজিব, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।