নেত্রকোনায় ভাবি হত্যায় দেবরের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৪ জুলাই ২০২৫

নেত্রকোনার পূর্বধলায় ভাবি হত্যায় মো. রাসেল মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মো. রাসেল মিয়া পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে। অপরদিকে নিহতের নাম লিপি আক্তার (৩০)। তিনি একই গ্রামের পঞ্চগড় ব্যাটালিয়নের ১৮ বিজিবির ল্যান্স নায়েক মো. আজিজুল ইসলামের স্ত্রী।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম জানান, লিপি আক্তারের স্বামী চাকরির কারণে বাড়িতে থাকতেন না। এ সুযোগে লিপি আক্তারকে চাচাতো দেবর রাসেল মিয়া প্রেমসহ কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। লিপি আক্তার এতে সায় না দেওয়ায় রাসেল মিয়া ক্ষিপ্ত হন। এর জেরে ২০২০ সালে ৩ অক্টোবর রাত আড়াইটার দিকে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় লিপি আক্তারকে হত্যা করেন রাসেল মিয়া। পরে আক্তারের বড় বোন ফেরদৌসি বেগম মামলা করেন।

তিনি আরও জানান, ‘মামলায় ১৫ জনের সাক্ষ্য দেওয়ার পাশাপাশি আসামি রাসেল মিয়াও হত্যার দায় স্বীকারোক্তি দেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক রাসেল মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।’

এইচ এম কামাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।