এনসিপির পদযাত্রায় নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১২:২৩ পিএম, ২৭ জুলাই ২০২৫

নেত্রকোনায় এনসিপির পদযাত্রা কর্মসূচিতে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার রাজার বাজারসংলগ্ন খানপাড়া এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্থানীয় থানা পুলিশ তাকে আটক করে।

আটক হুমায়ুন কবির (৩৫) উপজেলার খলিশাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খলিশাউর পূর্বপাড়া গ্রামের ছোট্টু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির সামাজিক যোগাযোগমাধ্যমে নেত্রকোনায় এনসিপির পদযাত্রা অনুষ্ঠানে নাশকতা চালানোর চেষ্টা করে উসকানিমূলক স্ট্যাটাস দেন। বিষয়টি নজরে আসার পর জেলা ডিবি পুলিশ ও পূর্বধলা থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসনের দায়িত্বে থাকা পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সাহেব আলী পাঠান বলেন, নেত্রকোনায় এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে নাশকতার অভিযোগে যুবলীগ নেতা হুমায়ুন কবিরকে আটক করে জেলা ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এইচ এম কামাল/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।