পাবনায় ব্যাংকে ভাঙচুর-কর্মকর্তাদের মারধর করা যুবদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৩ আগস্ট ২০২৫

পাবনার চাটমোহরে ঋণ খেলাপির অভিযোগে মামলা করায় ব্যাংকে হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনায় লোকমান হোসেন নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ফৈলজানা ইউনিয়নের প্রতিবেশীর বাড়ি থেকে র‌্যাব তাকে আটক করে থানায় সোপর্দ করে।

রোববার (৩ আগস্ট) সকালে র‌্যাবের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাবনায় ব্যাংকে ভাঙচুর-কর্মকর্তাদের মারধর করা যুবদল নেতা গ্রেফতার

গ্রেফতার লোকমান হোসেন ফৈলজানা ইউনিয়নের পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

এদিকে ঘটনার প্রাথমিক তদন্তে জড়িত থাকার প্রমাণ মেলায় গত শুক্রবার (১ আগস্ট) তাকে বহিষ্কার করে জেলা যুবদল।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখা থেকে ৩ লাখ টাকার সিসি ঋণ নেন লোকমান হোসেন। নিয়মানুযায়ী এ ঋণ প্রতিবছর নবায়ন করতে হয়। কিন্তু গত দুই বছর ধরে তিনি এই ঋণ নবায়ন না করায় ব্যাংক কর্তৃপক্ষ লোকমান হোসেনের নামে গত ২৫ মে অর্থ ঋণ আদালতে একটি মামলা করে। এতে ক্ষিপ্ত হয়ে ১৫-২০ জনের একটি দল নিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ব্যাংকের ফৈলজানা শাখায় গিয়ে হামলা করে অফিস ও টেবিলের গ্লাস ভাঙচুর চালায়। এসময় শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন ও অন্যান্য কর্মচারীদের মারধর করা হয়।

এ ঘটনায় ওইদিনই ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন চাটমোহর থানায় বাদী হয়ে অভিযুক্ত যুবদল নেতা লোকমান হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করেন। এতে একমাত্র লোকমানের নাম উল্লেখ করে কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। এরপর অভিযান চালিয়ে লোকমানকে গ্রেফতার করে র‌্যাব।

এ ব্যাপারে পাবনা র‌্যাবের কোম্পানি কমান্ডার মো. এনামুল হক বলেন, ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে ছিল। তবে আসামি তার নিজ বাড়ির পাশের বাড়িতেই আত্মগোপনে রয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।

আলমগীর হোসাইন নাবিল/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।