ঝালকাঠিতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৩ আগস্ট ২০২৫

ঝালকাঠির কেফায়েতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরার অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তার বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অভিভাবকদের সঙ্গে অসাদাচরণের অভিযোগে তুলে এ কর্মসূচি করেন তারা।

রোববার (৩ আগস্ট) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওই বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও পরে বিক্ষোভ হয়। এতে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

এসময় অভিভাবক সবুজ খান, আবুল হোসেন খান, মুসফিক খান, ইলিয়াস পঞ্চায়েত ও মিরাজ হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, প্রধান শিক্ষক গুলশান আরা নিয়মিতভাবে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি নিজ বিদ্যালয়কে পিছিয়ে রেখে শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বিদ্যালয়ে পাঠিয়ে দেন। এছাড়া বিদ্যালয়ে বরাদ্দকৃত অর্থের হিসাব নিয়েও তার বিরুদ্ধে নানা অভিযোগ করেন। বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন ও দাবি না মানা হলে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধের হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করেন।

মো. আতিকুর রহমান/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।