প্রধানমন্ত্রীও এই ঘটনার জন্য বিস্মিত : ক্রীড়া প্রতিমন্ত্রী
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া খ্রিষ্টান পল্লীর মুদি দোকানি সুনিল গমেজের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার।
শুক্রবার রাত ১০টার দিকে তিনি নিহত সুনীল গোমেজের বাড়িতে আসেন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এসময় মন্ত্রী ঘটনাস্থল বাড়ি সংলগ্ন মুদী দোকানটি পরিদর্শন করেন।
মন্ত্রী এসময় বলেন, এই হত্যার বিচার হবেই হবে। প্রধানমন্ত্রী স্বয়ং সুনীল গোমেজ হত্যার বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন। প্রধানমন্ত্রীও এই ঘটনার জন্য বিস্মিত ও মর্মাহত। আমি নিহত সুনিল গমেজের পরিবারের কাছে প্রধানমন্ত্রীর সমবেদনা পৌঁছে দিতে এসেছি।
তিনি আরো বলেন, আপনারা কেউ ভয় পাবেন না। এই সরকার আপনাদের সঙ্গে আগেও ছিলো এখনও আছে।
এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নাটোর পুলিশ সুপার শ্যামল মুখার্জী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য মিলন কান্তি দত্ত, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও, বড়াইগ্রামের ইউএনও মো. রুহুল আমিন, ওসি মো. মনিরুল ইসলাম, বনপাড়া খ্রিষ্টান পল্লীর পাল-পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু, সহ-সভাপতি বেনেডিক্ট গোমেজ ও স্থানীয় খ্রীষ্টান সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
রেজাউল করিম রেজা/এফএ/আরআইপি