এনসিপি নেতাদের ‌গালি

বক্তব্য প্রত্যাহার করতে বিএনপি নেতা ফজলুর রহমানকে আলটিমেটাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৩ আগস্ট ২০২৫

সম্প্রতি এক অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের ‘বেজন্মা’ বলে গালি দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। ২৪ ঘণ্টার মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার না করা হলে তাকে কিশোরগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার হুমকি দিয়েছেন বিপ্লবী ছাত্র জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা।

ছাত্র নেতাদের অভিযোগ, দীর্ঘদিন আওয়ামী লীগ ও মুজিববাদী রাজনীতির সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও ফজলুর রহমান এখন বিএনপির হয়ে বক্তৃতা দিচ্ছেন। অথচ তার ভাষা ও বক্তব্য আওয়ামী লীগের বয়ানকেই প্রতিফলিত করছে।

বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, যে মুজিববাদকে আমরা উপড়ে ফেলেছি, সেই মুজিববাদের সৈনিক এখন খালেদা জিয়ার উপদেষ্টা পরিচয়ে বিএনপিতে সক্রিয়। তিনি শহীদদের অবমাননা, আহতদের তিরষ্কার এবং অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে আওয়ামী বয়ান ছড়াচ্ছেন। আমরা বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এই মুখোশধারী মুজিববাদী শাবককে উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করে দলকে দায়মুক্ত করুন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন, সাবেক সদস্য সচিব ফয়সাল প্রিন্স, সাবেক যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূইয়া, সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, সাবেক মুখপাত্র ওয়ারিয়ার্স অব জুলাই মানস সরকার উৎস, সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, সাবেক যুগ্ম সদস্য সচিব শামসুর রহমান, সদর উপজেলা সাবেক যুগ্ম মুখ্য সংগঠক তামিম ইকবাল প্রমুখ।

এসকে রাসেল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।