হবিগঞ্জে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে বিয়ে বাড়িতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলো- উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামীমা আক্তার (১২) ও মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)।

স্থানীয়রা জানায়, শিশুদের অভিভাবকরা চানপুর চা বাগানে আত্মীয়র বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান। মঙ্গলবার ছিলো বিয়ের দিন। বাড়ির এক পাশে বিয়ের আয়োজন চলছিলো। কিন্তু শিশুরা খেলতে খেলতে পকুরপাড়ে গিয়ে গোসল করার জন্য পানিতে নামে যায়। এ সময় সবাই পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।