ছাত্র আন্দোলনে হামলা

মুন্সিগঞ্জের সাবেক প্যানেল মেয়র গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিন দিনমজুর হত্যা মামলার আসামি মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগরকে (৩০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২২ অক্টোবর) দিনগত রাতে ঢাকা মহানগরের ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

সাজ্জাদ হোসেন সাগর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এসময় আরেক ছাত্রলীগ নেতা মো. সাগর মিয়াকে (২৯) গ্রেফতার করে। তিনি সদর উপজেলার মীরকাদিম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ডিবি পুলিশের একটি টিম ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালায়। এসময় ওই দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে।

গত বছরের ৪ আগস্ট শহরের থানারপুল এলাকা থেকে কৃষিব্যাংক মোড় ও থানারপুল থেকে মানিকপুর এলাকা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে দিনমজুর রিয়াজুল ফরাজী, সজল মোল্লা ও নুর মোহাম্মদ ডিপজল নিহত হন।

নাদিম হোসাইন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।