মোটরসাইকেল ধরতে র‌্যাবের অভিনব কৌশল


প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৮ জুন ২০১৬

মোটরসাইকেলের বৈধ কাগজপত্র থাকলে ইফতার প্যাকেট আর না থাকলে মামলা এমন অভিনব পদ্ধতি অবলম্বন করেছে র‌্যাব-৫। মঙ্গলবার ইফতারের আগ মুহূর্তে নাটোর শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে এমন পদ্ধতি অবলম্বন করে র‌্যাব। তবে র‌্যাবের এমন অভিনব অভিযানকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের সামনে অভিযান চালায় র‌্যাব। এসময় যেসব মোটরসাইকেল মালিকের বৈধ কাগজ রয়েছে তাদের এক প্যাকেট করে ইফতার দেয়া হয়। অন্যদিকে যাদের বৈধ কাগজ নেই তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫ বাগমারা ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, ডিএডি মোজাহার আলী।

র‌্যাব-৫ এর কমান্ডার মিজনুর রহমান বলেন, অবৈধ মোটরসাইকেল মালিকদের রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করতে এই ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এআরএ/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।