মানিকগঞ্জের দুই আসনে প্রার্থী ঘোষণা জাতীয় পার্টির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ। এর মধ্যে মানিকগঞ্জ ২ ও ৩ আসনে এস এম আব্দুল মান্নান ও আবুল বাশার বাদশাকে প্রার্থী ঘোষণা করেছে। তবে মানিকগঞ্জ-১ আসনে প্রার্থী দেয়নি দলটি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করলেও ভোটের মাঠে সব দলের ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ নির্বাচন থেকে সরে আসারও কথা বলেছেন তিনি।
উল্লেখ্য, এস. এম. আব্দুল মান্নান জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মো. সজল আলী/এফএ/এএসএম