কলাপাড়া

মহিষের লড়াই দেখতে মানুষের ভিড়, প্রশাসনের বাধায় স্থগিত

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে মহিষের লড়াই প্রতিযোগিতা। রোববার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এ প্রতিযোগিতা আয়োজনের কথা ছিল।

লড়াইয়ের জন্য বিশাল আকৃতির দুটি বলি মহিষ হাজির করেন মালিক মজিবর ফকির ও সোহেল মিরা। এ আয়োজনকে কেন্দ্র করে আশপাশের এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে হাজারো উৎসুক মানুষ সলিমপুর গ্রামে জড়ো হন। স্থানীয় যুবসমাজ এ লড়াইয়ের আয়োজন করে এবং আয়োজনের সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল।

তবে প্রাণিকল্যাণ আইনে কোনো প্রাণীকে লড়াইয়ের জন্য উত্যক্ত বা প্ররোচনা করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় অনুষ্ঠান শুরুর আগে ব্যবস্থা নেয় প্রশাসন।

এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়ার সদস্যদের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে লড়াই বন্ধ ঘোষণা করেন। ফলে লড়াই দেখতে আসা হাজারো মানুষ হতাশ হয়ে ফিরে যান।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়েজিদ মুন্সি জানায়, আমরা প্রাণীকুল নিয়ে কাজ করি। মহিষের লড়াই অনুষ্ঠানে উৎসুক জনতা আনন্দ পাবে তবে প্রাণীদের জন্য এটি একটি কষ্টসাধ্য কাজ। এ শীতে প্রতিটি প্রাণীকে মানুষের মতোই সুরক্ষা দেয়া উচিৎ তবে আমরা সেটা না করে উল্টো তাদের দিয়ে ঝুকিপূর্ণ কাজ করাচ্ছি। আমরা এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সহায়তায় লড়াইটিকে বন্ধ করতে পেরেছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক বলেন, এ ধরনের লড়াই প্রাণীর প্রতি নিষ্ঠুরতা হিসেবে গণ্য হয়। আইন অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ। তাই লড়াইটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের আয়োজন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।