নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ৩০ জুন ২০১৬
ফাইল ছবি

বাস মালিকদের দ্বন্দ্বের জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সঙ্গে নাটোর হয়ে ঢাকার সরাসরি বাস চলাচল। আর এতে ঈদের আগে দুর্ভোগে পড়েছেন অসংখ্য যাত্রী।

জানা গেছে, বুধবার দুপুরে নাটোর বাস টার্মিনালে রাজশাহী বাস মালিকদের ন্যাশনাল ও দেশ ট্রাভেলস এর দুইটি কাউন্টার বন্ধ করে দেয়া হয়। এর জের ধরে রাজশাহীতেও নাটোর মালিকদের বাসগুলো বন্ধ করে দেয়া হলে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
 
নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, দুই মালিক সমিতির মধ্যে বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত সরাসরি বাস চলাচল বন্ধ থাকবে।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।