চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১২ জানুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সিরাজুল ইসলাম (৪০) নামে এক মাদককারবারির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকালে পৌনে ৪টার দিকে জেলা দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এ রায় দেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সদরের চরবাগডাঙ্গা গড়াইপাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদুল ডিলার (৩০) ও ইসলামপুরের লক্ষীনারায়নপুরের মৃত ইন্তাজ আলীর ছেলে সাদিকুল ইসলাম (৪৫) নামে দুজনকে বেকসুর খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২০ সালের ৭ আগস্ট রাতে সদর উপজেলার সন্দরপুর বাগডাঙ্গা খাকচাপাড়া সেতু এলাকায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প সদস্যরা অভিযান চালায়। অভিযানে ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক হন সিরাজুল।

তিনি আরও বলেন, এ সময় ২/৩ জন পালিয়ে যান। এ ঘটনায় পরদিন ৮ আগস্ট সদর থানায় র‌্যাবের উপ-পরিদর্শক হাফিজুর রহমান ৩ জনকে আসামি করে মামলা করেন। ২০২০ সালের ২৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক জিন্নাতুল ইসলাম ৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ জমা দেন।

সোহান মাহমুদ/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।