নাটোরে বজ্রপাতে কৃষকের মৃত্যু


প্রকাশিত: ১২:০২ পিএম, ০৩ জুলাই ২০১৬

নাটোরে বজ্রপাতে আকতার হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে নলডাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আকতার হোসেন একই গ্রামের ইয়াদ আলীর ছেলে।

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত জানান, দুপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মাঝে কয়েকজন কৃষক মাধবপুর মাঠে পাটক্ষেতে কাজ করছিল। এসময় বজ্রপাতে আকতার হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করে।  

রেজাউল করিম রেজা/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।