বড়াইগ্রামে ছাত্রলীগ নেতাসহ নিহত ২
নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস উল্টে ছাত্রলীগের নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
নিহতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মন্ডল মেহেদী হাসান ও সাহাবুদ্দিন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহষ্পতিবার দুপুর ১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়েকর বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড়ে এই ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মন্ডল মেহেদী হাসানসহ অন্যান্যরা একটি মাইক্রোবাসে নাটোরের দিকে আসছিল। এসময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেজুর মোড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মেহেদি হাসানসহ ৫ জন আহত হয়। পরে নাটোর থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়।
এদের মধ্যে ছাত্রলীগ নেতা মেহেদি হাসানকে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করে।
উলেখ্য, এর আগে ২০১৪ সালের ২০ অক্টোবর এই রেজুর মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় ৩৭ জনের মৃত্যু হয়।
রেজাউল করিম রেজা/ এমএএস/পিআর