নাটোর জেলা কারাগারে নিরাপত্তা জোরদার


প্রকাশিত: ১১:২০ এএম, ১০ জুলাই ২০১৬

সাম্প্রতিক সময়ে কারাগারসহ বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনায় নাটোর জেলা কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার সকাল থেকে শহরের হরিশপুর জেলা কারাগারের প্রধান ফটকসহ সর্বত্র নিরাপত্তায় কর্মরতদের সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়।

নাটোরের জেল সুপার ফারুক আহমেদ জানান, সাম্প্রতিক সময়ে খুলনা কারাগারসহ বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনায় নাটোর জেলা কারাগারেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দিদের ওপর সার্বক্ষণিক বিশেষ নজর রাখা হচ্ছে।

কারাবন্দিদের সঙ্গে দেখা করতে যে সকল সাক্ষাৎপ্রার্থী আসছেন, তাদের শরীর তল্লাশি করে ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। এছাড়া কারাগারের অভ্যন্তরেও নিরাপত্তা ববস্থা জোরদার করা হয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা বলেও জানান জেল সুপার।

রেজাউল করিম রেজা/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।