মায়ের কোল থেকে পড়ে ১৪ দিনের শিশুর মৃত্যু


প্রকাশিত: ০৪:২৬ পিএম, ১৪ জুলাই ২০১৬

মায়ের অসাবধানতাবশত কোল থেকে পড়ে ১৪ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চাঁদপুর পুরানবাজার রয়েজ রোডে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে পড়ে শিশুটির মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় দিকে থানা সদরের পুনাবাজার ডিগ্রি কলেজের কাছে এ ঘটনা ঘটে।

শিশুটির মা রশিদা বেগম জানান, তার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাসারা গ্রামে। স্বামী ইব্রাহিম দরবেশ রিকশা চালক। ১৪ দিন আগে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ওই ছেলে সন্তানের জন্ম দেন তিনি। শিশুটির এখনো নাম রাখা হয়নি।

বৃহস্পতিবার সকালে রশিদা বেগম বাসারা গ্রাম থেকে ডাক্তার দেখানোর জন্য সিএনজি করে চাঁদপুরে রওনা দেন। পুরানবাজার ডিগ্রি কলেজের কাছে আসলে রাস্তার গর্তে পড়ে সিএনজি ঝাঁকুনি দেয়। এতে শিশুটি মায়ের কোল থেকে রাস্তায় পড়ে যায়। এসময় পেছন থেকে আসা আরেকটি সিএনজি চাকার আঘাতে শিশুটির মাথা থেতলে যায়।

শিশুটিকে তাৎক্ষণিকভাবে চাঁদপুর সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইকরাম চৌধুরী/এএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।