নাটোরে ট্রাকচাপায় আশার মাঠকর্মী নিহত
নাটোরে ট্রাকচাপায় সাইফুল ইসলাম নামে আশার এক মাঠকর্মী নিহত হয়েছেন। শনিবার দুপুরে নাটোর-ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম নাটোর সদর উপজেলার দিয়ারসাতুরিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম মোটরসাইকেলযোগে হয়বতপুর এলাকা থেকে নাটোর শহরে আশা অফিসে আসার পথে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রেজাউল করিম রেজা/এসএস