গাইবান্ধায় ২১ চেয়ারম্যানের শপথ গ্রহণ
গাইবান্ধার চার উপজেলায় পঞ্চম ও ষষ্ঠ ধাপে নির্বাচিত ২১ জন চেয়ারম্যানের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে সাঘাটা উপজেলার ৯, ফুলছড়ি উপজেলার ৬, পলাশবাড়ি উপজেলার ৫ ও সাদুল্যাপুর উপজেলার একজন চেয়ারম্যান রয়েছেন।
শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন তারা। অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
শপথবাক্য পাঠকালে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামছুল আজম, জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাছুদুর রহমান মোল্লা, সাঘাটা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিউজ্জামান ভূঁইয়া প্রমুখ।
অমিত দাশ/এএম/ এমএএস/আরআইপি/এমএফ