সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত


প্রকাশিত: ০১:০০ পিএম, ১৭ জুলাই ২০১৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার এলাকায় পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে সিফাত আকন্দ (৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং পার্শ্ববর্তী রাজিবপুর গ্রামের মোরশেদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে সিফাত স্কুল ছুটির পর গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক ধরে বাড়ি ফেরার সময় নতুন বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যান (ঢাকা-মেট্রো-ন-১১-১৩৯৭) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিফাত মারা যায়।
 
অমিত দাশ/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।