গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
প্রতীকী ছবি
গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট গরুকে বাঁচাতে গিয়ে রাকু মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গরুটিও মারা গেছে।
শুক্রবার বিকেল ৩টায় সদর উপজেলার ইসরৎপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাকু মিয়া সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের কাবেদ আলীর ছেলে।
এলাকাবাসী জানান, শুক্রবার বিকেলে রাকু মিয়া ইসরৎপুর এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে একটি গরুকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাকে উদ্ধার করতে যান। পরে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় এলাকাবাসী তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অমিত দাশ/এএম/এমএস