চাঁদপুরের নিখোঁজ কিশোরকে উদ্ধার করেছে র‌্যাব


প্রকাশিত: ০৯:০১ পিএম, ২৪ জুলাই ২০১৬

চাঁদপুরের মতলব থেকে এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া কিশোর কামালকে (১০) রোববার রাত সাড়ে ১০টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করেছে ভৈরব র‌্যাব-১৪ এর সদস্যরা।  

সন্দেহজনকভাবে রেলস্টেশনে ঘুরাঘুরি করাকালে ভৈরব র‌্যাব সদস্যরা টহলরত অবস্থায় তাকে সন্দেহ করে আটক করে। পরে সে জানায় তার বাড়ি মতলব উপজেলায়।

গত ৭ দিন আগে ওই কিশোর বাড়ি থেকে রাগ করে বের হয়। রোববার সে ভৈরবে এসে ট্রেনে ঢাকা যাওয়ার কথা ছিল। কি কারণে সে রাগ করে বাড়ি থেকে পালিয়েছে তা জানা যায়নি।

উদ্ধার হওয়া কিশোর ভৈরব র‌্যাব ক্যাম্পে আটক আছে বলে জানা গেছে।

ভৈরব র‌্যাব কমান্ডার সাইদুল ইসলাম সাজ্জাদ জানান, তাকে উদ্ধারের পর চাদঁপুরের মতলব এলাকায় তার বাড়িতে অভিভাবকদের অবহিত করা হয়েছে। কামালের অভিভাবকরা আসলে নিখোঁজ ঘটনার বিস্তারিত জানা যাবে।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।