দুই মাদক ব্যবসায়ীর ২৫ বছর কারাদণ্ড
চাঁদপুরে মাদক বহনের দায়ে দুই ব্যবসায়ীকে ২৫ বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার রশিদ এলাকার ফিরোজ মিয়ার ছেলে ফারুক হোসেন (৩৫) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে সাদ্দাম (২৬)।
এ মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ১৫ মে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় কুমিল্লা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী বোগদাদ পরিবহনের একটি বাস থেকে ফারুককে ২৬ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ আটক করে চাঁদপুরের গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। পাশাপাশি, সাদ্দামকে ২৩ বোতল ফেনসিডিল ও ৩ কেজি ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করে ওই একই গোয়েন্দা দল।
ওইদিনই ডিবি পুলিশ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মামুনুর রশিদ সরকার ২০১০ সালের ২৬ জুন আদালতে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইয়্যেদুল ইসলাম বাবু জাগো নিউজকে জানান, দীর্ঘ ছয় বছর মামলা চলমান থাকার পর আটজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সন্দেহাহিতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৩ (খ) ধারায় তাদের ১০ বছর, ৭ (খ) ধারায় ২৫ বছর এবং নগদ ১ লাখ টাকা করে জরিমানা করেন।
রাষ্ট্রপক্ষে সহকারী আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট দেবাশীষ কর মধু। আসামিপক্ষে আইনজীবী ছিলেন, (স্টেট ডিফেন্স ল’ ইয়ার) আব্দুস ছাত্তার।
ইকরাম চৌধুরী/এএম/এবিএস