চাঁদপুরে বজ্রপাতে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১২:০১ পিএম, ২৯ জুলাই ২০১৬
ফাইল ছবি

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দক্ষিণ রামপুর বেড়িবাঁধ এলাকায় বজ্রপাতে নাছিমা বেগম (৪০) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপরে বজ্র পড়ে নাছিমা বেগমের মৃত্যু হয়। নাছিমার স্বামী বাবুল পাল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরের দিকে রান্না ঘর থেকে শোবার ঘরে যাওয়ার পথে নাছিমার ওপর বজ্র পড়ে। বজ্রপাতের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে আমিরাবাদ বাজারে চিকৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাছিমা বেগম স্বামী ও চার ছেলেকে নিয়ে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে ঘর তুলে বসবাস করে আসছিলেন।

ইকরাম চৌধুরী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।