গোবিন্দগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু


প্রকাশিত: ০১:১১ পিএম, ২৯ জুলাই ২০১৬
ফাইল ছবি

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নুনদহ সমসপাড়া গ্রামে বজ্রপাতে শরিফুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। শরিফুল ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।

স্থানীয়রা জানায়, ঝিরঝিরে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করছিল শরিফুল। এ সময় তার ওপর বজ্রপাত হয়। এতে শরিফুল ইসলামের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

তালুককানুপুন ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অমিত দাশ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।