ফরিদগঞ্জের কামতায় নতুন ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:২৮ পিএম, ৩১ জুলাই ২০১৬

সপ্তাহের সাত দিনের মধ্যে তিন দিনই বসে সাপ্তাহিক হাট। রয়েছে তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান। ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সংযোগ সড়কের অংশ এবং সংক্ষিপ্ত যোগাযোগ ব্যবস্থা হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে সড়কটি দিয়ে যানবাহনের সংখ্যা। ফলে সাপ্তাহিক হাটের দিন এই সড়কটি দিয়ে চলাচলকারী যাত্রীদ এবং বাজারের লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তাই ভবিষ্যতের কথা চিন্তা করে কামতাসহ আশপাশের হাজার হাজার জনগণ ফরিদগঞ্জের ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের কামতা এলাকায় নদীর ওপর কামতা বাজারের উপর দিয়ে যাওয়া ব্রিজটির স্থলে নির্মিতব্য নতুন ব্রিজটি পাশেই নির্মাণের দাবি তুলেছে।

কিন্তু নির্মিতব্য কামতা ব্রিজ নিয়ে একটি চক্র আবারো ষড়যন্ত্র করার অভিযোগ করেছে স্থানীয় লোকজন। এলাকার হাজার হাজার মানুষের চাহিদা ও দাবিকে উপেক্ষা করে একটি পক্ষ বর্তমান ব্রিজটির স্থলে নতুন ব্রিজ নির্মাণের অপচেষ্টা করছে।
 
এনিয়ে তারা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশসহ নানা আন্দোলন করেছেন। এছাড়া স্থানীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার সঙ্গে দেখা করে তাদের দাবি জানান। পরে সংসদ সদস্য সরেজমিন পরিদর্শনে এসে জনগণের দাবির যৌক্তিকতা অনুধাবন করে কামতা বাজারের পাশ দিয়ে বাইপাস সড়ক এবং ব্রিজ নির্মাণ হবে বলে সিদ্ধান্ত দেন। সেই সঙ্গে তার ডিও লেটারের ভিত্তিতে বাইপাস সড়ক ও জনগণের চাহিদা অনুযায়ী বাজারের বাইরে ব্রিজটি নির্মাণের সিদ্ধান্ত হয়।

ইতোমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদার ব্রিজ ও বাইপাস সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় মালামাল নিয়ে শুরু করায় একটি পক্ষ আবার নতুন করে বর্তমান ব্রিজটির স্থলেই নতুন ব্রিজটি নির্মাণের পাঁয়তারা শুরু করেছে।
 
সরেজমিনে কামতা এলাকায় গিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মনসুর আহমেদ রাজু, সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির খান বাবু, কামতা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক নাজির মুন্সি, ব্যবসায়ী মহসিন মিজি, সিরাজ শেখ, ফয়েজ আহাম্মদ সওদাগর, সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বুলু, তোহা মেম্বার, আওয়ামী লীগ নেতা আমির হোসেন খোকা, আ. ওহাব পাটওয়ারীসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বললে তারা জানান, সরকার সর্বদাই ভবিষ্যতের কথা চিন্তা করে কাজ করে। আমরাও কামতাসহ আশপাশের এলাকার লোকজন ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ব্যস্ততার কথা চিন্তা করে বাইপাস সড়ক ও সেখান দিয়ে ব্রিজ করার দাবি করেছি।

এদিকে সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য আব্দুল মমিন দুলাল জানান, আমরা কর্তৃপক্ষকে ইতোমধ্যে এলাকাবাসীকে কথা দিয়েছি, কামতা বাজারের বর্তমান ব্রিজটি আমরা নিজেরাই মেরামত করবো। নতুন করে ব্রিজের ছাদে আরসিসি ঢালাই এবং ভেঙে যাওয়া রেলিং মেরামত করার জন্য শুধুমাত্র সময়ের অপেক্ষায় রয়েছি।   
     
এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।