দেশব্যাপী শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ


প্রকাশিত: ০৩:১১ পিএম, ১০ আগস্ট ২০১৬

আত্মরক্ষার কৌশল শেখানো ও আত্মবিশ্বাসী করে তোলার লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ উদ্যোগে তৃণমূল পর্যায়ে শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ। বুধবার বিকেলে বান্দরবানে কেএসআই মিলনায়তনে কারাতে প্রশিক্ষণ উদ্বোধনকালে এ ঘোষণা দেন বাংলাদেশ কারাতে ফেডারেশন।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রশিক্ষণ পর্যায়ক্রমে সব জেলায় শুরু হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান।

প্রশিক্ষণে বান্দরবানের ৫০ জন কারাতেবীদ আত্মরক্ষার কৌশল প্রদর্শন করেন। বিশ দিনের এই প্রশিক্ষণ ক্যাম্প থেকে ১০ কিশোর এবং ১০ কিশোরীকে বাছাই করা হবে বলেও জানান আয়োজক কমিটি। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী কারাতে প্রশিক্ষণ দেখতে আসে।

এসএ গেমসে দেশের পক্ষে বান্দরবানের তিন ক্রীড়াবীদ কারাতেতে স্বর্ণপদক অর্জন করায় জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক দেশব্যাপী এই প্রশিক্ষণ বান্দরবান থেকে শুরু করা হয় বলে আয়োজকরা জানায়।

সৈকত দাশ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।