ফেনী রিপোর্টার্স ইউনিটিতে জঙ্গিবাদবিরোধী কবিতা পাঠ


প্রকাশিত: ১১:০৩ পিএম, ১১ আগস্ট ২০১৬

ফেনীতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আসরে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কবি শ্যাম সুন্দর শিকদার।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওসমান হারুন মাহমুদ দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন সরকার ও খাদ্য অধিদফতরের পরিচালক (যুগ্ম সচিব) চিত্তরঞ্জন ব্যাপারী।

এসময় ফেনী রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কবি মাহবুব আলতমাস, কবিতা নিকেতনের সভাপতি কবি ইকবাল চৌধুরী, লালন একাডেমির সভাপতি মাহমুদ, কবি উত্তম কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

আসরে ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রোনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

জহিরুল হক মিলু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।