বঙ্গোপসাগরে নিখোঁজ ১৩ জেলের সন্ধান মিলেছে


প্রকাশিত: ১১:২০ এএম, ১৪ আগস্ট ২০১৬
প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলারসহ পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ১৩ জেলের ছয়দিন নিখোঁজ থাকার পর অবশেষে সন্ধান মিলেছে।

রোববার বেলা ১১টার দিকে তাদের সন্ধান পাওয়া যায়। বর্তমানের তারা সবাই সুস্থ আছেন। সমুদ্র থেকে রোববার সকালে তারা সবাই বাড়ির উদ্দেশ্যে রওয়া দিয়েছেন বলে নিশ্চিত করেন মাছ ব্যবসায়ী দুলাল ফকির।

নিখোঁজ থাকা ছয় জেলেরা হলেন, জিয়ানগর উপজেলার চরবলেশ্বর গ্রামের ফিশিং ট্রলারটির মালিক বেল্লাল ফকির (৩৫),  ট্রলারের মাঝী ইদ্রিস সেখ (৪০), চরবলেশ্বর গ্রামের নুর ইসলাম সেখ (৪৫), বারেক হাং (৪০), ওহাব আলী (৪৫), বরিশালের ট্রলারের মিস্ত্রি সবুজ (৫০), বালিপাড়া গ্রামের সিদ্দিক হাং (৫০), আঃ রব সেখ (৫৫), আঃ লতিফ সেখ (৪২), দুলাল মৃধা (৪০), ইউনুস মৃধা (৩৫), মোতালেব (৪৫) ও কামাল সেখ (৩০)।

জানা যায়, গত ৭ আগস্ট রোববার উপজেলার চরবলেশ্বর গ্রামের বেল্লাল ফকিরের এফবি রিয়াদ নামের ফিশিং ট্রলারটি সমুদ্রে মাছ ধরতে যায়। এর দুদিন পরে মঙ্গলবার সমুদ্রে মাছ ধরারত অবস্থায় রাতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলারটি। এ সময় ওই ট্রলারটিতে মাঝি-মাল্লাসহ ১৩ জন জেলে ছিল।

ঘটনার আগে কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে নিম্নচাপ চলছিল। রোববার পর্যন্ত ছয়দিন অতিবাহিত হয়ে গেলেও পর্যন্ত ট্রলারসহ ১৩ জেলের কোনো সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠায় ছিলেন তাদের স্বজনেরা। সকালে জেলেরা বাড়ি ফেরায় অবশেষে তাদের উৎকণ্ঠা কেটেছে।  

হাসান মামুন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।