পিরোজপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
পিরোজপুরে এক সময়ের মাদক সাম্রাজ্যের অধিপতি মো. জাহাঙ্গীর শেখ ওরফে কালা জাহাঙ্গীরকে (৫১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় তাকে ৫০ হাজার টাকা জরিমানারও আদেশ দেয়া হয়েছে।
রোববার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়ার আদালতে ১৯৯০ সালের মাদক দ্রব্য আইনের ১৯ (১) টেবিল এর ৩ (খ) ধারায় জাহাঙ্গীর দোষি প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় প্রদান করেন। তবে আসামি কালা জাহাঙ্গীর পলাতক রয়েছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, গত বছরের ৬ সেপ্টেম্বর মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর শেখকে পৌরসভার দক্ষিণ মাছিমপুর বড় পুল সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে পুলিশ। পরে উপ-পরিদর্শক (এসএই) বিকাশ চন্দ্র দে বাদী হয়ে মামলা দায়ের করেন।
দক্ষিণ মাসিমপুর এলাকার ৮নং ওয়ার্ডের মৃত হাশেম সেখের ছেলে কালা জাহাঙ্গীর দীর্ঘদিন থেকে পিরোজপুর জেলা ও উপজেলার সর্বত্র ফেনসিডিলসহ বিভিন্ন মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও বেঁচা-কেনা করে আসছিল। তার স্ত্রী ফাতেমা ও মেয়ে সাদিয়া আক্তারের বিরুদ্ধেও মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে।
মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পিপি খান মো. আলাউদ্দিন ও বিবাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস।
হাসান মামুন/এফএ/এবিএস