চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৭:৫২ এএম, ১৬ আগস্ট ২০১৬

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় শাহাদাত হোসেন রাজু (১৯) হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মামুনুর রশিদ এই রায় দেন। এসময় আরিফকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সাজাপ্রাপ্ত মো. আরিফ মিজি (২৮) ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়া এলাকার রেজাউল করিম ওরফে হোসেন মিজির ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৩ আগস্ট চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়া এলাকায় মো. বিল্লাল হোসেন মিজির ঘরে ঢুকে তার ছেলে শাহাদাত হোসেন রাজুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সকালে বাড়ির লোকজন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে।

এ ঘটনায় মো. বিল্লাল হোসেন মিজি বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ১৪ জন ব্যক্তির সাক্ষ্য-প্রমাণ শেষে এই রায় প্রদান করেন।

চাঁদপুরের অতিরিক্ত পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম (বাবু) জাগো নিউজকে জানান, চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায়ে বাদীপক্ষ সঠিক ও ন্যায় বিচার পেয়েছে।

ইকরাম চৌধুরী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।