ফরিদগঞ্জে কোরবানির ১৪ গরু চুরি


প্রকাশিত: ১১:২০ এএম, ১৭ আগস্ট ২০১৬

ফরিদগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটে বিক্রির জন্য নিয়ে আসা ১৪টি দেশি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গরুর পাহারাদার শরীফ ও সাগরকে আটক করেছে পুলিশ।  

উপজেলা সদরের টিঅ্যান্ডটি এলাকায় মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।

জানা যায়, কোরবানির হাটে গরু বিক্রির জন্য ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল থেকে ১৮টি গরু ক্রয় করেন মাহবুব পাঠান ও ইব্রাহিম খলিল নামে দুই শিক্ষক। পরে গরুগুলো ফরিদগঞ্জ উপজেলার সদরে শনিবার টিঅ্যান্ডটি এলাকায় তাদের বাড়ির পাশে একটি অস্থায়ী ঘরে রাখেন। গরুগুলো পাহারা দেয়ার জন্য দুজন নিয়োগ দেয়া হয়।

মঙ্গলবার রাতে পাহারাদাররা ঘুমিয়ে পড়লে চারটি গরু রেখে বাকি ১৪টি গরু নিয়ে যায় চোরেরা।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার বলেন, রাতে খবর পেয়েই বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। তাছাড়া সকাল থেকেই আশপাশের উপজেলাগুলোতে খোঁজ খবর নেয়া হচ্ছে।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।