ছাত্রীবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ১৮ আগস্ট ২০১৬

কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার আনোয়ার হোসেন মনজিল ছাত্রীবাস থেকে অনন্দিতা রানী মন্ডল (১৭) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।

অনন্দিতা রানী পাংশা জেলার কুঠি মালিয়া গ্রামের মনোরঞ্জন মন্ডলের মেয়ে এবং কুষ্টিয়া সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী। পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে মেয়েটি একটি চিরকুট লিখে রেখে যায়। চিরকুটটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অনন্দিতা কোর্টপাড়ার আনোয়ার হোসেন মঞ্জিল ছাত্রীবাসে থেকে কুষ্টিয়া সরকারি কলেজে পড়াশুনা করতো। গত পড়শুদিন সে বাড়ি থেকে ছাত্রীবাসে ফিরেছে। তার রুমমেট বাড়িতে থাকায় একাই সে তার রুমে ছিল। বৃহস্পতিবার সকালে কাজের বুয়া রুমে খাবার দিতে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দেয়া ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কুষ্টিয়া মডেলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক তদন্তের আলামত হিসেবে এটা আত্মহত্যা হতে পারে। তাছাড়া লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে তার এই সিদ্ধান্তের জন্য নিজেকে দায়ী করেছেন।

আল-মামুন সাগর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।