বঙ্গবন্ধু কারো কাছে মাথা নত করেননি


প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৮ আগস্ট ২০১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু এমন একজন মানুষ যিনি, পাড়াগাঁ থেকে উঠে এসে এক বিস্ময়কর নেতা হয়ে উঠেছেন। সেই মানুষটি কিভাবে এতো মহান নেতা হলেন, তা আমাদের জানতে হবে। আমরা যদি জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়ি। তবে অনেক কিছুই জানতে পারবো। বঙ্গবন্ধু এমন একজন নেতা যিনি কারো কাছে মাথা নত করেনি।

তিনি স্বাধীনতার স্বপ্ন নিজের বুকের মাঝে লালন করেছেন এবং তা বাস্তবায়ন করতে জাতিকে প্রস্তুত করে তুলেছেন। সব শেষে তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি। তিনি দেশের জন্য তার পরিবারকে সময় দিতে পারেনি। ছোট্ট শেখ রাসেলকে ঠিক মতো আদর করতে পারেনি। তার এই ত্যাগ আমাদের অনুপ্রাণিত করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির জনক বঙ্গবন্ধুর ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পটোয়ারী দুলাল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন বাচ্চু পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইউছুফ গাজী, ওসমান গণি পাটোয়ারী, শহীদ উল্যাহ মাস্টার, যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আ. রব ভূইয়া, দফতর সম্পাদক অজোয় কুমার ভৌমিক, উপদেষ্টা আ. রশিদ সরর্দার, আওয়ামী লীগ নেতা অ্যাড. রনজিত রায় চৌধুরী প্রমুখ।     

ইকরাম চৌধুরী/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।