নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৫ এএম, ১৯ আগস্ট ২০১৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মোতালেব (৩৫) ও বাহাদুর (৪০) নামে দুই ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার বাইশারি ইউনিয়নের দুর্গম শিয়া পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত চারটার দিকে ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ রাউন্ড গুলি, একটি কার্তুজ বন্দুক, একটি ছুরি এবং দুটি রামদা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের নামে কক্সবাজারের রামু ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

নাইক্ষ্যংছড়ি বাইশারি পুলিশের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু মুছা ও গোয়েন্দা ডিবি আনিস জানান, থানায় তাদের নামে একাধিক ডাকাতির মামলা রয়েছে।

সৈকত দাশ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।