বান্দরবানে অনির্দিষ্টকালের জন্য সিএনজি-মাহিন্দ্র চলাচল বন্ধ


প্রকাশিত: ০৮:০৩ এএম, ২৩ আগস্ট ২০১৬

বান্দরবানে সিএনজি ড্রাইভারের উপর হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত জেলার সব রুটে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ও মাহিন্দ্র চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন সিএনজি-মাহিন্দ্র মালিক সমিতি।

মঙ্গলবার সকালে পাহাড়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বান্দরবান প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ ও সিএনজি-মাহিন্দ্র সমিতির সভাপতি মো. হোসেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্যদের বাৎসরিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার দুপুরে উজি-হেডম্যান পাড়ায় যাওয়ার সময় রাসেল নামের এক সিএনজি চালককে মারধর করে এবং তার সিএনজি আটকে রাখে।

এ ঘটনায় বান্দরবান থানায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০জনকে আসামি করে
মামলা দায়ের করে সিএনজি-মাহিন্দ্র মালিক সমিতি।

সৈকত দাশ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।