খাদ্যে বিষক্রিয়ায় লঞ্চের ১২ কর্মী হাসপাতালে


প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৬ আগস্ট ২০১৬

নৌ-ধর্মঘটের কারণে ভান্ডারিয়া লঞ্চঘাটে থাকা ভান্ডারিয়া-ঢাকাগামী মর্নিংসান-৫ লঞ্চের ১২ জন কর্মী খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার তাদেরকে পিরোজপুরের ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়।  

অসুস্থরা হলেন, স্টাফ টিপু, নুরু হোসেন, ড্রাইভার কামাল, গ্রিজার সাইদ, লস্কর ফেরদৌস, হোটেলকর্মী ইব্রাহীম, কর্মচারী রাজু, ইলিয়াস, চা বিক্রেতা ইলিয়াস, পান বিক্রেতা ইলিয়াস, কেন্টিনবয় ইলিয়াস, কেবিনবয় সোহরাব ও শাকিল।

লঞ্চের ক্লার্ক মো. মাসুদ জানান, নৌ-ধর্মঘটের কারণে ৩-৪ দিন ভান্ডারিয়া ঘাটে অবস্থান করছে শ্রমিকরা। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও সবাই খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে।

pirojpur

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে সুপারভাইজার জলিল কারো কোনো সাড়াশব্দ না পেয়ে লঞ্চের ভেতরে গিয়ে সবাইকে ঘুমন্ত অবস্থায় পায়। অনেক ডাকাডাকির পরও তাদের ঘুম ভাঙেনি। পরে তাদেরকে অচেতন অবস্থায় ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

তাদের মধ্যে একজন ছিলেন নুর হোসেন। তিনি জানান, রাতে দুজন অপরিচিত যুবক লঞ্চে ঢুকে ছিল। তারাই খাবারে কিছু মিশিয়ে রেখেছে।  

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহাদাৎ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা ফুড পয়জনিং। তবে নিশ্চিত কি না, তা জানতে যথাযথভাবে পরীক্ষা করে দেখতে হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সবাই চিকিৎসাধীন রয়েছে।

হাসান মামুন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।