লামায় প্রভাষকসহ আটক ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৬

বান্দরবানের লামা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে প্রভাষকসহ জামায়াতের চার নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলার লামা বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো, আব্দুল মোনায়েম (৫০), ইব্রাহিম কাজী (৩৮), নুর জামাল (৫৩), মারুফ জোয়ারদার (২৩)।

স্থানীয় সূত্রে জান যায়, আটক আব্দুল মোনায়েম বাংলাদেশ জামায়াতে ইসলামীর লামা উপজেলা শাখার আমির এবং লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক। অন্যরা জামায়েত ও শিবিরের সমর্থক। জামায়াতের আমির আব্দুল মোনায়েম দীর্ঘদিন ধরে কলেজটিতে প্রভাষকের দায়িত্ব পালনের পাশাপাশি জামায়াত ইসলামীর রাজনৈতিক মতবাদ শিক্ষার্থীদের মাঝে প্রচার করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, লামা বাজারে বাজার করার সময় তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, অভিযান চলমান রয়েছে।

সৈকত দাশ/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।