কলেজ মাঠে গরুর হাট : শিক্ষা কার্যক্রম বন্ধ


প্রকাশিত: ০৪:৪৯ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

শরীয়তপুরের জাজিরায় বিকে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে বিকে প্রশাসনের অনুমতি ছাড়াই পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে। এতে করে ওই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকে নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জুলহাস মৃধার নেতৃত্বে কলেজ মাঠে প্রশাসন ও কলেজ কতৃপক্ষের অনুমতি ছাড়াই গরুর হাট বসিয়েছেন। কলেজ মাঠে গরুর হাট বসানোর কারণে সোমবার থেকে কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ব্যাপারে বিকে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠ গরু হাটের ইজারাদার কুদ্দুস সরদার বলেন, প্রশাসন ও কলেজ কতৃপক্ষের অনুমতি নিয়েই কোরবানির গরুর হাট বসানো হয়েছে।

Cow-hat
 
বিকে নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জুলহাস মৃধা বলেন, কলেজ কতৃপক্ষের অনুমতি নিয়েই কোরবানির গরুর হাট বসানো হয়। এই হাটে যে লাভ আসবে এর একটি অংশ কলেজ কতৃপক্ষকে দেয়া হবে।

এ ব্যাপারে বিকে নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান (মজিবর মাদবর) বলেন, কলেজের পরিবেশ নষ্ট হচ্ছে গরুর হাট বসিয়ে। কলেজ মাঠে গরুর হাট বসতে অনুমতি কে দিলেন জানি না?

Cow-hat

বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন বলেন, কলেজ মাঠে গরুর হাট বসানোর জন্য আমার কাছে কেউ আবেদন করেনি। আবেদন না করেই গরুর হাট বসছে। কিভাবে বসালো কি জানি?

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের বলেন, এই উপজেলায় ১৩টি গরুর হাটের অনুমতি আছে। তার ভেতর বিকে নগর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠের নাম নেই।

ছগির হোসেন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।