নাটোরে ভুয়া ডিবি আটক : দুই বছরের দণ্ড


প্রকাশিত: ১১:২৩ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬
প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে আমিন উদ্দিন নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ভুয়া পরিচয় ও প্রতারণার দায়ে তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলার আহম্মেদপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আমিন উদ্দিন চট্রগ্রামের ডাবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার মৃত ইসাহাক আলীর ছেলে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) দয়াল কুমার ব্যনার্জী জানান, আহম্মেদপুর বাজার এলাকার আব্দুস সালাম গত মঙ্গলবার রাজশাহী সিটি হাটে কুরবানির গরু কিনতে যান। এ সময় আমিন উদ্দিন নিজেকে ডিবি পরিচয়ে নকল টাকা চেক করে দেয়ার নাম করে সালামের কাছ থেকে ৩৮ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয়।

বুধবার দুপুরে আমিন উদ্দিন আহম্মেদপুর বাজারে আসলে আব্দুস সালাম তাকে দেখে চিনে ফেলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে খবর দেন।

এ সময় পুলিশ তার কাছ থেকে ৪৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের আদালতের মাধ্যমে আমিন উদ্দিনকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে তাকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

রেজাউল করিম রেজা/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।