সুনামগঞ্জে নৌকা ডুবে দুই শ্রমিক নিহত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই নদীতে নৌকাডুবিতে দুই বালু শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, তাহিরপুর উপজেলার দক্ষিণকুল গ্রামের আবুল কাশেমের ছেলে তোহাদুর রহমান (২২) ও একই গ্রামের রবি দাসের ছেলে সঞ্জিব দাস (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি বড় নৌকায় পাথর বোঝাই করে রোববার রাতে বৌলাই নদীর দক্ষিণকুল গ্রামের ঘাটে নোঙর করে রেখে নৌকার ভেতরে ঘুমিয়ে পড়েন চার শ্রমিক। শেষ রাতে বৃষ্টি হলে পাথর বোঝাই নৌকাটি এক সময় ডুবে যায়। সকালে স্থানীয় লোকজন নৌকার ভেতর থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে। বাকি দুই শ্রমিক সাঁতরে কূলে উঠতে সক্ষম হন।
তাহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সকাল ৮টার দিকে এই দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজু আহমেদ রমজান/এএম/পিআর