নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু


প্রকাশিত: ০৯:৫২ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬

নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে হাসিনা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় উপজেলার রামশাকাজিপুর কামার পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত হাসিনা বেগম একই গ্রামের আব্দুল করিম ওরফে কান্দু শাহের স্ত্রী।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে হাসিনা বেগম বাড়িতে পানি তোলার জন্য মোটর চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।