রৌমারীতে দম্পতি খুন : ৪ জনকে আসামি করে মামলা


প্রকাশিত: ০৩:০০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬

কুড়িগ্রামের রৌমারীতে দম্পতি খুনের ঘটনায় চারজনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার নিহত শিল্পী খাতুনের বাবা আব্দুস ছাত্তার বাদী হয়ে রৌমারী থানায় সন্দেহভাজন চারজনের নাম উল্লেখ করে এ মামলা করেন।

মামলায় অভিযুক্তরা হলেন- একই গ্রামের মাজম আলী (২৮), শামছুল হক (২৭), আব্দুল আউয়াল (২৯) ও সানোয়ার হোসেন (২৬)। ঘটনার পর থেকে তারা পলাতক। পুলিশের কাছে এখনো ময়নাতদন্তের প্রতিবেদন পৌঁছেনি।

মামলার বাদী নিহত শিল্পী খাতুনের বাবা আব্দুস ছাত্তার জানান, ঘটনার আগে একই গ্রামের যারা বিভিন্নভাবে আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল মামলায় সন্দেহভাজন হিসেবে তাদের নাম উল্লেখ করেছি।

গত সোমবার সকালে ঘরের ভেতরে দরজা বন্ধ থাকা অবস্থায় স্বামী গোলাম হোসেনের (৩৫) ঝুলন্ত ও স্ত্রী শিল্পী খাতুনের (২৭) মরদেহ মেঝেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্ল্যাহ জানান, ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ পরিবারের লোকজনসহ পাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। এতে মনে হয়েছে স্বামী-স্ত্রীর কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম জানান, গোলাম হোসেনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার স্ত্রী শিল্পী খাতুনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

নাজমুল হোসেন/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।