নওগাঁয় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু


প্রকাশিত: ০২:০০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৬

নওগাঁয় পৃথক ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বদলগাছীতে বিদ্যুৎস্পৃষ্টে নগেন পাহান (৫০) ও আত্রাইয়ে বজ্রপাতে জমিনুল ইসলাম জয়ের (২৬) মৃত্যু হয়েছে। অর্চনা রানী (২৬) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার বিকেলে এই দুইটি ঘটনা ঘটে। নিহত নগেন পাহান উপজেলার সদর ইউপির হাপুনিয়া বৈরাগী পাড়া গ্রামের মৃত নবীন পাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সাড়ে ৩টায় নগেন পাহান একই গ্রামের অসিত চন্দ্রের বাড়িতে টিন দেয়ার কাজ করছিলেন। ঘরের উপর দিয়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় নগেন পাহানের পাশে থাকা ওই বাড়ির গৃহিনী অর্চনা রানী গুরুতর আহত হয়।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের শিমুলকুচি গ্রামে বজ্রপাতে জমিনুল ইসলাম জয়ের মৃত্যু হয়েছে। নিহত জমিনুল ইসলাম রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্বাস আলী/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।